Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের হাট-বাজারে অবাধে চলছে সিলিন্ডার গ্যাসের জমজমাট ব্যবসা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে চলছে সিলিন্ডার গ্যাসের ব্যবসা। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেন তেন ভাবে ছোট-বড় অনেক বাজারে গড়ে উঠেছে এ ব্যবসা। বর্তমান সময়ে শহর ও গ্রামের অনেক বাসিন্দাদের মধ্যে আধুনিকতার ছোয়াও উন্নত পরিবেশ এর কথা চিন্তা করে অনেকেই বাশঁ ও কাঠের লাকড়ী ব্যবহার না করে মানানসই দামে সিলিন্ডার গ্যাস সংগ্রহ করে জ¦ালানী হিসাবে ব্যবহার করছেন। সিলিন্ডার গ্যাস বিক্রির জন্য বিষ্ফোরক অধিদপ্তরের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে এই লাভজনক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবহারে ঝুকিপূর্ন এ গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাধারন মানুষ অভ্যস্থ না থাকলেও গ্রাহকরা সেগুলো ব্যবহার করে যাচ্ছেন অনায়াসেই। ফলে যেকোন সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে যেকোন দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই। এছাড়া লাইসেন্স না করে এ ধরনের ব্যবসা পরিচালনা করায় ঝুকির পাশপাশি সরকার হারাচ্ছে প্রচুর পরিমান রাজস্ব আয়। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ থাকলে সরকারের রাজস্ব আয় আদায় করা সম্ভব হবে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারওয়ার এর সাথে আলাপকালে তিনি জানান, সিলিন্ডার গ্যাস বিক্রি করতে হলে অবশ্যই অনুমতি পত্র লাগবে। যে কেউ ইচ্ছা করলেই বিক্রি করতে পারবে না। অনুমতিপত্র না থাকলে তা আইনের দৃষ্টিতে অবৈধ।