Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন কামাল সভাপতি, দুলাল সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে নয়টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে শাহ মশিউর রহমান কামাল ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মর্তুজা ইমতিয়াজ পেয়েছেন ১৮ ভোট। সহ-সভাপতির ২টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ জনের মধ্যে হেমায়েত আলী খান জাতু ৩৮ ভোট ও অপু চৌধুরী ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বি মোঃ সালাম চৌধুরী পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন দুলাল ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শরীফ চৌধুরী পেয়েছেন ২৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ নুর উদ্দিন ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম সাজিদুর রহমান পেয়েছেন ২১ভোট। এছারা কোষাধ্যক্ষ পদে মোঃ রহমত আলী ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রনু বিশ্বাস পেয়েছেন ২৪ ভোট। দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে সোহাইল আহমেদ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি কে এম ওহাব নাঈমী পেয়েছেন ২৮ ভোট। আইন ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরদিন্দু ভট্টাচার্য টুটুল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আশাহিদ আলী আশা পেয়েছেন ২২ ভোট। সমাজকল্যাণ ও ক্রিড়া সম্পাদক পদে কে এম শামসুল হক ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজি মাহমুদুল হক সুজন পেয়েছেন ২৮ভোট। নির্বাচনে ৬১জন ভোটারের মধ্যে ৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিঙ্কু, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট হুমায়ন কবির সৈকত এবং কমিশনার ছিলেন এম এ ওয়াহেদ ও আবুল কালাম আজাদ।