Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি এডঃ আব্দুল মজিদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকালে বিদ্যালয়ের সামনে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে দীর্ঘ লাইনে দাড়িয়ে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক কাঞ্চন কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ, যুবলীগ সভাপতি মোঃ আফরোজ মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজল মিয়া, পিটিএ কমিটির সভাপতি ডাঃ ধীরেশ চন্দ্র দাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোফাচ্ছল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী আমিন,  শিক্ষক অনিল চন্দ্র বিশ্ব শর্মা, সুব্রত কুমার চৌধুরী, মনিরুজ্জামান মিয়া, মোঃ জুবায়ের মিয়া, দীপক চন্দ্র দাস, মোহাম্মদ আলী, শিবুল আর্চায্য, দীপ্ত তালুকদার, শাওন, জনি চৌধুরী, হ্যাপি রানী দাশ, নার্গিস আক্তার, সিন্ধু রানী দাশ, ফয়সল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় ‘আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না এমপি মজিদ খান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদীত। উক্ত সংবাদটি দেখে আমাদের স্কুলের ম্যানেজিং নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মর্মাহত হয়েছি। প্রকৃত পক্ষে এমপি আব্দুল মজিদ খান নির্বাচিত হওয়ার পর বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। যা স্বাধীনতার পর আর কোন সরকারের আমলে হয়নি। পাশাপাশি তিনি দুই উপজেলার শিক্ষার মানন্নোয়সহ আর্থ সমাজিক ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমপি মজিদ খানের উদ্যোগে দুই উপজেলার ৯টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তিনি ১৩টি স্কুল এমপিও ভুক্তি করেছেন এবং ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুই উপজেলায় ৫টি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। তিনি আমাদের স্কুলের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।