Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধেবে গেছে সুতাং ব্রীজ দুর্ঘটনা এড়াতে ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধেবে গেছে সুতাং ব্রীজ। এতে যে কোন সময় বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের  পক্ষ থেকে ব্রীজের উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর পুরাতন সড়কের সুতাং নদীর উপর ব্রীজটির এক পাশ ধেবে যায়। স্থানীয়রা থানায় জানালে, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজিম উদ্দিনের নেতৃতে এ এসআই প্রাণেশ দাস ও একদল পুলিশ  ব্রীজটি পরিদর্শন করে পরে এই ব্রীজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬০ বছর আগের এই ব্রীজটির বতর্মান অবস্থা জরাজীর্ণ। ঝুকিপূর্ণ ব্রীজ হিসেবে রয়েছে তালিকায়। ঝুঁকি নিয়েই প্রতিদিন ছোট, বড় ও ভারি যানবাহন চলাচল করছে। গত তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ব্রীজটি একপাশ ধেবে গেছে।