Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সন্তানকে পুলিশে ধরিয়ে দিলেন পিতা-মাতা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এক যুবক পিতা-মাতার কাছ থেকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে টাকা উত্তোলন করলেও শেষ রক্ষা হলোনা তার। অবশেষে চেয়ারম্যান, মেম্বার ও এলাকার লোকজন মিলে ওই যুবককে থানা পুলিশে সোপর্দ করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের লন্ডন প্রবাসী মোঃ জাহাঙ্গীর মিয়ার বাড়িতে তার বোন জামাই মৌলভী বাজার সদর উপজেলার কাটারাই গ্রামের মোঃ ইসহাক মিয়া স্বপরিবারে বসবাস করে আসছেন। এদিকে ইসহাক মিয়ার পুত্র ফয়সল মিয়া পিতাকে বড় অংকের টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। প্রায়ই তিনি পুত্র ফয়সলকে তার চাহিদা মতো টাকা পরিশোধ করে আসছিলেন। গত শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজের শেষে ভিন্ন পরিবেশে ফয়সল তার মামার বাড়ি মিনাজপুর গ্রামে তার পিতা-মাতার খোজে অস্ত্র হাতে নিয়ে মামার ঘরে প্রবেশ করেই তার মাকে ঘরের দরজা বন্ধ করে জিম্মি অবস্থায় ২০ লাখ টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এবং ঘরে থাকা কয়েক লাখ টাকার বিভিন্ন সরঞ্জামাদি ভেঙ্গে ফেলে। টাকা না দিলে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে তার পিতা-মাতা আতংকিত হয়ে পরিচিত লোকজনদের স্বরনাপন্ন হন। কিন্তু ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোনে বাহিরে থাকা তার পিতা ও অন্যান্য লোকদের বলে তার চাহিদা মতো ২০ লাখ টাকা এনে দিতে হবে। এবং ওই ঘটনা বাহিরের কোন লোককে বললে ক্ষতি বেশি হবে। অবশেষে পিতা ইসহাক মিয়া এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজা টাকা এনে দেন। এর পর সে রাত ২টায় ঘরের তালা খুলে জিম্মি অবস্থায় থাকা পরিবারের সকল সদস্যকে মুক্ত করে দিয়ে পালিয়ে যায়। ওই সংবাদটি নবীগঞ্জ থানা পুলিশকে দেয়া হলে, পুলিশ ওই যুবককে ধরে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন এর সাথে যোগাযোগ করে। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা তাকে কৌশলে আটক করে পুলিশে সোপর্দ করেন।