Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে শিলং এন্ডিং জুয়ারিদের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়ারিদের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্র“পের উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংখা করছেন এলাকাবাসী।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নোয়ানগর গ্রামে বাসিন্দা ৬ থেকে ৮ জন যুবক একত্রিত হয়ে এক মাস পূর্বেও ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা পরিচালনা করতে দেখা গেছে। বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ নিয়ে দ্বন্ধ দেখা দেয়। এরই ফলশ্র“তিতে জুয়ারিরা দু’গ্র“পে বিভক্ত হয়ে যায়। এরপর থেকে দুটি গ্র“পই পৃথকভাবে এন্ডিং জুয়া খেলার আয়োজন করছে। সম্প্রতি ওই এন্ডিং জুয়ারিদের দু’গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দেখা দেয় উত্তেজনা। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ওই দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের আশংখা দেখা দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তাই এন্ডিং জুয়ারিদের দু’গ্র“পের আধিপত্য বিস্তার নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশংখা করছে এলাকাবাসী।
উল্লেখ্য, আজমিরীগঞ্জে দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। বেশ কয়েকমাস পূর্বে পুলিশ আজমরীগঞ্জ সদর, সৌলরীবাজার ও জলসুখায় এন্ডিং জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালায়। ওই অভিযানে আটককৃত জুয়া খেলায় অংশ নেয়া ৩৫ থেকে ৪০ জন জুয়ারিকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করা হয়।