Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইকরামে ওএমএসের চাউল বিক্রিতে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সুজাতপুর ইউনিয়নে ওএমএস এর চাউল ন্যায্যমূল্যে বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকার ৩ শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশ, চলতি বোরো মৌসুমে সুজাতপুর ইউনিয়নের কৃষকদের বোরো ধানের জমিগুলো অকাল বন্যার পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের মধ্যে খাদ্য সংকটের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে সরকার কৃষকদের কাছে ন্যায্যমুলে চাউল বিক্রির জন্য সুজাতপুর ইউনিয়নের ওএমএস এর ডিলার হিসেবে মোঃ মোবাশ্বির আহমেদ বাছিরকে। নিয়োগ পাওয়ার পর থেকে যে পরিমাণ চাল প্রতি ওয়ার্ডে বিক্রি করার কথা সে পরিমাণ চাল মোবাশ্বির আহমেদ বাছির বিক্রি করছেন না। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে ৬দিন দোকান খোলা থাকার কথা থাকলেও ২/৩দিন দোকান খোলা রাখা হয়। এর মধ্যে ঘন্টা দুয়েক কৃষকদের মাঝে চাল বিক্রি করে দোকান বন্ধ করে দেয়া হয়। এতে কৃষকদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। অভিযোগে বলা হয়, যে পরিমাণ চাল ডিলারের গুদামে আসার কথা সে পরিমাণ চাল গুদামে দেখা যাচ্ছে না। এত এলাকাবাসী ও কৃষকদের মাঝে কৌতুহলের পাশাপাশি হতাশা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবী জানানো হয়। এ ব্যাপারে বানিয়াচঙ্গ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।