Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যানজট নিরসনে উপজেলা ও পৌর পরিষদের ফুটপাত উচ্ছেদে অভিযান শুরু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে শহরে যানজট নিরসনে অবৈধ ফুটপাটের দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় ফুটপাতে অবৈধ দোকান পাট উচ্ছেদ ও যত্রতত্র দাড়িয়ে থাকা যানবাহন পাকিং বন্দে অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, ওসি (অপারেশন) জিয়াউর ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইওয়ার মিয়া, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, মিনি বাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দ নাসিমা বেগম, ছনর মিয়া প্রমূখ। শহরে অসহনীয় যানজটের প্রেক্ষিতে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা প্রশাসন গতকাল বুধবার পৌর পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উক্ত যানজট নিরসনে স্থায়ী সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নিমিত্তে ঈদের পরে ব্যাপকভাবে বসার সিদ্ধান্ত গ্রহন করেন।