Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিহত সুখিয়া রবি দাস পরিবারের পাশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুতাং বাজারে প্রকাশ্য দিবালোকে লাঠিপেটা করে নিহত সুখিয়া রবি দাস পরিবারের প্রতি সমবেদনা, খুনী ও খুনের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকার সকল বিবেকবান, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভ জানানোর আহবান জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার বিকেল ৫টায় সুতাং বাজারে সুখিয়া রবি দাসের পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিউনিস্ট পার্টি, জেলা বাসদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় এলাকার শতশত মানুষ নিহতের পরিবারের পাশে থাকবেন এবং বিচার না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান। তখন সুতাং বাজারে একটি পথসভা এবং বিক্ষোভ মিছিল করে।
এতে উপস্থিত ছিলেন গৌরী ভট্টাচার্য্য, এডঃ মাকসুদা আক্তার লাইলী, জনা গোস্বামী, এডঃ ফাতেমা খাতুন, পাজ্ঞালী চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এড. জুনায়েদ আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, সুধাংশু সূত্রধর, চন্দন বনিক প্রমুখ।