Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চালকসহ যাত্রীকে মারপিঠ করে টাকা ছিনতাই ॥ ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছিনতাই ও লুটপাট করা হয়েছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল হক গত ৮ জুন ভোর সাড়ে ৬টার দিকে মাইক্রো (ঢাকা মেট্রো চ-১১-৩৭৯২) নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। মহাসড়কের নবীগঞ্জ দেবপাড়া বাজারের দক্ষিণ দিকে গতিরোধক আইল্যান্ডে মাইক্রোটি পৌছামাত্র পুর্ব থেকে ওৎ পেতে থাকা একদল যুবক একটি গাড়ি প্রাইভেট কার (চট্র মেট্রো গ-১৩-৪৬২৮) দিয়ে মাইক্রোর গতিরোধ করে। এ সময় যুবকরা মাইক্রো চালক আব্দুল হককে মারপিট করে। এরা মাইক্রোর চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তাদের সুরচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা গাড়িটির লক খুলতে না পারায় গ্লাস ভেঙ্গে ফেলে। হামলাকারীরা ওই গাড়িতে থাকা যাত্রী ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এব্যাপারে গাড়ি চালক আব্দুর হক বাদী হয়ে ছিনতাই ও লুটপাটের অভিযোগ এনে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র মুসা মিয়াকে প্রধান অভিযুক্ত করে আরো অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তারা হামলা ও ছিনতাইকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কত ধরনের অভিযোগ আসে তদন্ত করে দেখা যাবে।