Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

কাউছার আহমেদ রিয়ন, মৌলভীবাজার থেকে ॥ দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উদ্যানের ভেতর ট্রেনটি লাইনচ্যুত হয়। গতকাল রবিবার সকালে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর রবিবার সকাল ৯টার দিকে সিলেটে সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় চালু হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ঝড়ো বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেল লাইনের ওপর পাশের টিলা থেকে একটি ডুমুর গাছ উপড়ে পড়ে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।