Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটরিয়ামে ওসমানী স্মৃতি পরিষদের ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মাদ আলী পাঠান। ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ছানুর সভাপতিত্বে ও ওসমানী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক আহমদ মুছা’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আল ইসলাহ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কাজী মাওলানা হাসান আলী, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান আল হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেট সভাপতি গৌছ আহমদ, ডাঃ নিজামুল হক চৌধুরী, এস এম লিমন, পাপলু আহমদ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, বশির আহমদ, কাজী গোলাম মর্তুজা, আব্দুর রউফ, তালেব উদ্দিন, আছকর আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী সুহুল আমীন, শাহ সুলতান আহমদ, বুলবুল আহমদ, সুলতান মাহমুদ, আব্দুস সালাম, মাওলানা আব্দুস শহীদ, হাজী আব্দুল হামিদ নিকছন, খালেদ আহমদ জজ, মাওলানা মুহিবুর রহমান, আবেদ আলী, জুবায়ের মিয়া, শিল্পী লেবু সরকার, ফরহাদুজ্জামান নানু, রোমন আহমদ, আল আমিন।
এ সময় প্রধান অতিথি মোহাম্মাদ আলী পাঠানকে ওসমানী স্মৃতি পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং তাকে ওসমানী স্ম”তি পরিষদের প্রধান উপদেষ্ঠা হিসাবে নিযুক্ত করা হয়। ইফতার পূর্বক মুক্তিযোদ্ধার সর্বধীনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনী ওসমানী ও শহীদ মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত মোনাজাত করেন মাওলানা মোশাহিদ আলী।