Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধুলিয়াখালে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত অধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজলার ধুলিয়াখাল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠির মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গতকাল সন্ধ্যা ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত ধুলিয়াখাল বাইপাস সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতরা জানান, ওই গ্রামের রিকশা চালক কালু মিয়ার একটি ধুলিয়াখাল পয়েন্টে দাড়ানো ছিল। এসময় অপর আরেকটি রিকশার ডাইভার নানু মিয়া তার রিকশা দিয়ে কালু মিয়া রিকশায় ধাক্কা দেয়। এ নিয়ে দুই জনের মাঝে বাক-বিতন্ডা হয়। তখন নানু মিয়ার পক্ষ নিয়ে পরাজিত মেম্বার আব্দুল কাইয়ূমের বড় ভাই আব্দুস সালাম বর্তমান মেম্বার গিয়াস উদ্দিনের গোষ্ঠির কালু মিয়াকে মারধোর করে। বিষয়টি কালু মিয়া গিয়াস উদ্দিনকে জানালে। দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় অর্ধশতাধিক যানবাহন আটকে পড়ে খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক, ওসি তদন্ত মানিকুল ইসলাম ও ওসি অপারেশন ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় দাঙ্গাবাজদের ঢিল পড়ে এসআই অরুপ কুমার চৌধুরী, এএসআই হরিদন ও বিকাশ দেবনাথ আহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ডাইভার কালু মিয়া (৪০), তাজুল ইসলাম (৩৫), তুহিন আহমেদ (২৫), সাইফুল (২০), মোতালিব (২৫), কাউছার মিয়া (১৫), আমির আলী (৩০), সিরাজ মিয়া (২৫), সাহাব উদ্দিন (৫০), খেজুর মিয়া (৩৫), সামসু (৫০), আজিজুর (২৫), হারুন (২৫) ও মামুন মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।