Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে আটককৃত এন্ডিং জুয়ার দুই এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে আটককৃত এন্ডিং জুয়ার দুই এজেন্টকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জে আটককৃত এন্ডিং জুয়ার দুই এজেন্টকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করানো হয়। দোষী সাব্যস্ত হওয়ায় আটককৃত ওই দুই জুয়ারির প্রত্যেককে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিটন খীসা।
উল্লেখ্য, আজমিরীগঞ্জ বাজারে গত বুধবার দিবাগত রাতে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ রাত ১১ টায় পৌর এলাকার আজিমনগর লম্বাহাটি গ্রামের বাসিন্দা এন্ডিং জুয়ার এজেন্ট কালাই মিয়ার পুত্র মাক্কুত মিয়া (৩০) ও একই এলাকার আয়না মিয়ার পুত্র জয়নাল মিয়া (৩৫) কে আটক করে। এলাকার লোকজন জানায়, দীর্ঘ দেড় বছর আগে আজমিরীগঞ্জে শুরু হওয়া এন্ডিং জুয়া খেলায় অংশ নিয়ে শত শত লোক সর্বশান্ত হয়েছে। শতাধিক লোক ঋণে জর্জরিত হয়ে এলাকা ছেড়েছে। আবার অনেকেই বসতভিটা বন্ধক রেখেছে। এর পরই শুরু হয় পুলিশের অভিযান। তবে অদ্যাবধি মূল হোতাদের আটক করতে পারেনি পুলিশ। গত ৩ মাসের পুলিশী অভিযানে এ পর্যন্ত ৩৫ থেকে ৪০ জন জুয়ারিকে আটক করা হয়। এবং ভ্রাম্যমাণ আদালতে ২ থেকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।