Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাল দলিল তৈরির অভিযোগে সেটেলমেন্ট অফিসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী সেটেলমেন্ট অফিসে ভূয়া দলিল তৈরির অভিযোগে সেটেলমেন্ট অফিসার ও পেশকারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মৃত হাসমত আলীর পুত্র মতলিব মিয়া বাদি হয়ে জাল দলিল ও ভূয়া নামজারির অভিযোগে চীফ জুডিসিয়াল কোর্টের বিচারক সুলেয়মানের আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা দুর্নীতি দমন অফিসকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় সহকারি সেটেলমেন্ট অফিসার মকবুল হোসেন, পেশকার শাহ আলম ও মদনপুর গ্রামের জালিয়াত চক্রের দুই সদস্য তোরাব আলীর পুত্র নজরুল ইসলাম ও আলমগীরকে আসামী করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ মে সুরাবই মৌজায় অবস্থিত বাদির মৌরশী সম্পত্তি ভূয়া দলিল ও নামজারীর মাধ্যমে জালিয়াতচক্র হাতিয়ে নেয়। এ ছাড়াও বাদির পক্ষে সিলেট সেটেলমেন্ট অফিস থেকে তদন্ত রিপোর্ট দেয়া হয়।