Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের আতঙ্কিত কানাইপুর গ্রাম পরিদর্শনে আলমগীর চৌধুরী নিহতের পরিবারকে শান্তনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কানাইপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় যুবক নিহতের ঘটনায় আতঙ্কিত গ্রাম পরিদর্শ করেছেন উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে পরিদর্শনকালে আলমগীর চৌধুরী নিহত সবুর মিয়ার মা আজিজুল বিবি সহ পরিবার পরিজনকে শান্তনা দেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক এডভোকেট ফারুক আহমদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, জাকির হোসেন, এসআই প্রদ্যুত ঘোষ চৌধুরী, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, মাওঃ নুরুল হক, মাসুক মিয়া, রাব্বি চৌধুরী মাক্কু, সোহাগ আহমদসহ স্থানীয় লোকজন। পরে চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী চৌরাস্তার মোড়ে উপস্থিত জনসাধারনকে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আহ্বান জানান। পাশাপাশি নিরাপরাধ কোন লোককে হয়রানী না করারও আহ্বান জানান।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার এবং মসজিদের জমি বর্গা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার সকাল ৮টার দিকে সংঘর্ষের ঘটনায় সবুর আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।