Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ৫ শতাধিক পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া ইউনিয়নের ধুলিয়া, ঘাটুয়া ও আমিরপুর গ্রামের ৫১০টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। গত শনিবার দুপুরে সুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া ও নোমান মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচঙ্গ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আবু জাফর, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক শেখ আজিজুল হক, ইউপি আওয়ামীলীগ সভাপতি এনামুল হক এনাম, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদিকা হাসিনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য এনামুলক হক এনাম, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি কামাল আহমেদ, এমপি মজিদ খানের একান্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিউল হাসান শামীম, জালাল মিয়া মেম্বার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, ফরহাদ আহমেদ, মাওলানা মকছুদুল আলম, পুকড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন, বিশিষ্ট মরুব্বি ফরিদ মিয়া, হাজী সোনা মিয়া, আব্দুর রেজ্জাক, আব্দুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন-বিদ্যুতের আলোতে যেমন আলোকিত হবেন, তেমনি সন্তানদের সু-শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন-একটা সময় ছিল যখন বিদ্যুত নেয়ার জন্য গ্রাহকদের বিভিন্ন স্থানে ধর্ণা দিতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার বিনামূল্যে গ্রাহকদের বিদ্যুত পৌছে দিয়েছে। শুধু তাই নয়, এ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। আমি এমপি নির্বাচিত হওয়ার বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়নের সর্ব্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতিকের ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে।