Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আধুনিক স্বাস্থ্য সেবায় যক্ষা নিরাময়ে হবিগঞ্জ সদর হাসপাতালে যোগ হয়েছে অত্যাধুনিক মেশিন জিন এক্সপার্ট

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক স্বাস্থ্য সেবায় যক্ষা রোগ নিরাময়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে যোগ হয়েছে জিন এক্সপার্ট নামে একটি অত্যাধুনিক মেশিন। গতকাল দুপুরে হাসপাতালে একটি কক্ষে এ মেশিনটির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডাঃ মোঃ ইহতেসামূল হক চৌধুরী দুলাল।
এর পূর্বে ন্যাশনাল টিভি কন্ট্রোল প্রেগ্রামের এক দিনের কোয়াটারলী মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের সম্মেল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ রমজান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিএমএর কেন্দ্রীয় মহাসচিব ডাঃ মোঃ ইহতেসামূল হক চৌধুরী দুলাল।
জেলা বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ ইসমাঈল ফারুক, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ গোলাম মওলা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডিভিশনাল টিভি এক্সপার্ট ডাঃ মোঃ সাহিদ আনোয়ার, ডাঃ এসকে ঘোষ, ডাঃ আহমেদ সেলিম, ডাঃ আবু সুফিয়ান, আরএমও ডাঃ মোঃ বজলুর রহমান, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ নির্জন ভট্টচার্র্য্য।
আলোচনা সভা শেষে সদর হাসপাতালের নিচ তলায় একটি কক্ষে অত্যাধুনিক মেশিন (জিন এক্সপার্ট) উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ মোঃ ইহতেসামূল হক চৌধুরী দুলাল।