Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে যুবক নিহতের ঘটনার সরজমিন তদন্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১ যুবক নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনাস্থল সরজমিনে তদন্ত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা মোঃ উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁ (২৩) নামে এক যুবক নিহত ও একই পরিবারের ৪ জন আহত হয়। গতকাল বুধবার দুপুর ১টায় পিরোজপুর গ্রামে উপস্থিত হয়ে ওই ঘটনার সরজমিনে তদন্তকার্য সম্পন্ন করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
উল্লেখ্য পিরোজপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য মোঃ কাজল মিয়া এবং একই গ্রামের বাসিন্দা মোঃ উস্তার খাঁ’র মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার মোঃ উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁ ও একই এলাকার কাজল মিয়ার ভাতিজা মোঃ আবিদুর রহমান এর টমটমের সামনের আসনে বসা নিয়ে বাকবিতন্ডার পর উভয়ের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে আশপাশের লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।
এ ঘটনার জের ধরে, দুপুর ২টায় মোঃ কাজল মিয়ার পুত্র অলিউর রহমানসহ ১০/১৫ জন স্বজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উস্তার খাঁ’র বাড়িতে হামলা চালায়। এ সময় উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যায়।