Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধন

স্টাফ রিপোর্টার ॥ জননিরাপত্তা, আইন শৃংখলার উন্নয়ন ও জঙ্গীবাদ দমন, গ্রাম্য বিরোধ নিরসন এবং গ্রাম আদালত পরিচালনায় সহায়তার নিমিত্তে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫নং বিট পুলিশিং কক্ষের উদ্ধোধন করা হয়েছে। গতকাল দুপুরে এর শুভ উদ্ধোধন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান। আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা।
স্বাগত বক্তব্য দেন, বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্জ এসআই মোঃ আবুল খায়ের। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সচিব মোঃ শাহজাহান, এএসআই টুটন সরকার, ইউপি সদস্য মোঃ পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বক্স, নিলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মজিদ প্রমূখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে এএসপি রাসেলুর রহমান বলেন, সামাজিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করণে পুলিশ ও জনতা একতাবদ্ধ ভাবে কাজ করার নিমিত্তে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাদক ও সামাজিক বিশৃংখলা নিয়ন্ত্রণে এর কোন বিকল্প নেই। আইনী সহায়তা নিশ্চিত করার নিমিত্তে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হবে। এনিয়ে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।