Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেবপাড়া ইউনিয়নে হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার দুপুরে গোপলার বাজার মদনমোহন জিউর আখড়ায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আখড়া পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য, সামাজ কল্যাণ সম্পাদক পিন্টু রায়। আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবপাড়া ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্র কুমার পাল, ইউনিয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক ডাঃ মনোজ পাল, ১১ নং গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক লিটন দেব, ফনি শর্মা, কাজল চন্দ্র কর, সমীরন কর, কার্তিক সরকার, প্রণয় মালাকার, বিষু রঞ্জন কর, শ্রীবাস রঞ্জন কর, অনুকুল সরকার, রুপেশ সরকার, মলিন সরকার, শ্রী মাধব বিশ্বাস, যজ্ঞেশ্বর দাশ, গৌরাঙ্গ দেবনাথ, আনন্দ সরকার প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ডাঃ শ্যামল চন্দ্র পালকে সভাপতি, রনজিত পালকে সভাপতি ২, বিপুল ধরকে সভাপতি ৩, কাজল করকে সাধারন সম্পাদক, বিষু করকে সাংগঠনিক সম্পাদক, গৌরাঙ্গ বিশ্বাসকে সহ-সাংগঠনিক সম্পাদক, প্রণয় মালাকারকে অর্থ সম্পাদক, ফনি শর্মাকে সহ-অর্থ সম্পাদক, মাধব বিশ্বাসকে দপ্তর সম্পাদক, মলিন সরকারকে প্রচার সম্পাদক, মনিত বৈদ্যকে গণসংযোগ সম্পাদক, শিক্ষক অমলেন্দু সুত্রধরকে শিক্ষা ও গবেষনা সম্পাদক, চম্পা চক্রবর্ত্তীকে মহিলা বিষয়ক সম্পাদক, বিশ্বজিত করকে সাংস্কৃতিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ১০ নং দেবপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি উপজেলা কমিটির নিকট থেকে অনুমোদন ক্রমে আগামী ৩ বছর ঐ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায় ও অধিকার সংরক্ষণে কাজ করবে।