Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেউন্দি চা বাগানে নজরুল জন্ম জয়ন্তী পালিত

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে প্রতীক থিয়েটারের উদ্যোগে প্রতীক নাট্যমঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
গত ২৬ মে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় দেউন্দি চা বাগানে প্রতীক নাট্যমঞ্চে পালিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম জয়ন্তী। পবিত্র গীতা পাঠের এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আসরে আগত কবি-সাহিত্যিকদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনীল বিশ্বাস (নাট্যকার)। তিনি বলেন কাজী নজরুল ছিলেন সাম্যের কবি। তিনি নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, ধনী-গরিব, শ্রমিক-মালিককে সমান গুরুত্ব দিয়ে কবিতা গান রচনা করেছেন। পরে নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন কনক ভট্রাচার্য, চিত্রালি ভট্রাচার্য, চন্দা চক্রবর্তী, বর্ষা ঘোষ, বৃষ্টি রায়, মৌ। তবলায় সংগত করেন প্রখ্যাত তবলা বাদক বাবু দীরেন্দ্র বৈদ্র। রাত্রি ১০টায় প্রতীক থিয়েটারের শিল্পীবৃন্দের পরিবেশনায় আকর্ষনীয় নৃত্য পরিবেশন করা হয়। নৃত্য পরিচালনা করেন সহ-সভাপতি আমোদ মাল। নৃতে ছিল প্রতি, মিলি, বর্ষা, রিমা, নমিতা, আঁখি, বিউটি। উপস্থিত শত শত দর্শক শ্রোতা ও আগত অতিথিবৃন্দ শিল্পীর সুমধুর কণ্ঠে নজরুল সঙ্গীত ও নৃত্য অনুষ্টানে বিমুগ্ধ হন। অনুষ্টানটি পরিচালনা করেন নাট্যকার নির্দেশক ও প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস।