Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

‘যুক্তির আলোয় খুঁিজ মানুষের মুক্তি ব্র্যাকের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত বক্তারপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস, আইডিপি এর উদ্যোগে নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হলো ‘যুক্তির আলোয় খুঁিজ মানুষের মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। গতকাল নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা অংশ গ্রহন করে। তন্মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার (দলনেতা), মোস্তাফিজুর রহমান, শাকিরা বেগম বনাম সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের রূপক দাশ (দলনেতা), আক্তার হোসেন এবং মোঃ জাকারিয়া। বিচারকদের রায়ে চূড়ান্ত পর্বে জয় লাভ করেছে বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। রানার্স আপ হয়েছে সাতগ্রাম একতা বিদ্যালয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দল নেতা সানজিদা আক্তার। জয়ী দল পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পাবে। সেক্টর স্পেশালিস্ট বিইপি মোঃ মোস্তফা কবির এর সার্বিক পরিচালনায় অনুষ্টিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটরদের সমন্বয়ে সুষ্টু ও সুন্দরভাবে উক্ত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এস,এস আইডিপি এমএফ মোঃ মনিরুল ইসলাম (মনির), ব্র্যাক আলীগঞ্জ অফিসের এডিসি পারুল আক্তার, বাসুদেব কুমার রাহুল, পিও বিইপি আল-আরীফ, মোঃ আব্দুল কাদের, ইকরাম অফিসের শাখা ব্যবস্থাপক উজ্জ্বল মাহত প্রমুখ।