Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ডুবাঐ প্রাইমারী স্কুলের দপ্তরীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আব্দাকামাল পশ্চিম বিজলী গ্রামের মরদিছ মিয়ার পুত্র ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শাহিন মিয়া (২৫) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। এ সময় আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের ফুল মিয়ার কন্যা হিলালপুর শাহজালাল সুন্নীয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো ডুবাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শাহিন ও তার বখাটে একদল বন্ধু।
তাদের উত্যক্তের কারণে ওই ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়া বন্ধ করে দেয়। এ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে শাহিন ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত বছরের ২৬ অক্টোবর বিকাল ৫ টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন ও তার বখাটে বন্ধুরা ওই ছাত্রী ও তার মাকে মারপিট ও শ্লীলতাহানি করে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদি হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত বখাটে শাহিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গতকাল বৃহস্পতিবার শাহীন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।