Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত ১০, আটক ১

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’দলে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ব্যবসায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার রাতে নবীগঞ্জ শহরতলীর নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় এলাকাবাসী জানান, সম্প্রতি নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমদ এর মুদি দোকানে চুরি হয়। এ চুরির সাথে একই গ্রামের কলমদর মিয়ার ছেলে আলী হোসেন, মফিজ মিয়ার ছেলে নুরুল আমীন ও তাদের সহযোগী ছালামতপুর গ্রামের মুহিত মিয়া জড়িত বলে সন্দেহ করেন ব্যবসায়ী বশির মিয়া। শনিবার রাতে ব্যবসায়ী বশির মিয়া নুরুল আমীনকে পেয়ে আটক করে চুরির ঘটনা জিজ্ঞাসা করলে নুরুল আমীন স্বীকার করে টাকা ও চোরাই মালামাল আলীর হোসেনের কাছে আছে বলে জানায়। পরে গ্রামবাসী আলী হোসেনকে খবর দেন। খবর পেয়ে আলী হোসেনসহ তার আত্মীয় স্বজনরা আসে। এ সময় উভয়ের মাঝে বাধানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ১০জন আহত হয়। গুরুতর আহত আলী হোসেন ( ২৬ ), তার বোন আজিমা বেগম (৩০)কে সিলেট প্রেরণ করা হয়েছে। অপর আহত সাদ্দাম মিয়া (২২), সাইফুল্লাহ (১৭), আব্দুর রকিব (২২), জয়নাল মিয়া (২৩) ও নাজমা বেগম (৩২)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ঘটনার সাথে সাথে পুলিশ উপস্থিত হলে উত্তেজিত জনতা নুরুল আমীনকে আটক করে পুলিশে সোর্পদ করেন।