Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লোক সংস্কৃতি পদক ও শিল্পকলা সম্মাননা পেয়েছেন সাহিত্যিক মরহুম এম এ রব

মোহাম্মদ আলী মমিন ॥ লোক সংস্কৃতি বিষয়ে শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন মরহুম এম এ রব। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয় প্রবর্তিত শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মননা পদক পেয়েছেন গল্পকার লেখক, গবেষক, কবি, সাহিত্যক ও প্রাবন্ধিক মরহুম এম এ রব। ২০১৩ থেকে ১৬ সাল পর্যন্ত ২০ জন গুনীদের মধ্যে ২০১৫ সালে লোক সংস্কৃতিতে এম এ রব শিল্পকলা পদক ও জেলা শিল্পকলা একাডেমি সম্মননা পদক প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করে। গত ২২ মে মরহুম এম এ রব এর মেয়ে তাসনীম রব লোপা এ পদক গ্রহণ করেন।
গত ৮ মে ৭৮ বয়সে এম এ রব মৃত্যুবরন করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম মাটি ও মানুষের মানচিত্র, পেছনে হাঁটলে সামনের পথ চলে না, দুর্নীতির দুর্বৃত্তায়নে রাজনীতি সমাজ ও আমলাতন্ত্র, ভাবনার স্বরূপ, রৌদ্র রুষ্ট জীবন, গল্পের চেয়ে সত্য যে জীবন, নিসর্গের কষ্ট, সায়াহ্নধুসর, নগরে নিসর্গজ্যোতি, নিঃশব্দ নীলসহ বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়।