Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক-বাজেট সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে কিবরিয়া পৌরমিলনায়তন, এম সাইফুর রহমান টাউন হল ও পৌরমঞ্চে পঞ্চাশ শতাংশ কম ভাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা যাবে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ঘোষনা দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গের সাথে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্য রাখেন। মেয়র বলেন বিগত দিনে আমি সকলের সহযোগিতায় ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কর্মসুচী পালন করেছিলাম। এ সকল কর্মসূচীর কারনে সারাদেশে হবিগঞ্জ পৌরসভা সুনাম অর্জন করেছিল। কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেধাবী ছাত্রছাত্রী, তাদের মা-বাবা ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা, একুশে বই মেলা, পিঠা উৎসব, বৈশাখী মেলা, হজ্ব প্রশিক্ষন, দরিদ্র পরিবারের বালকদের জন্য সুন্নতে খৎনা, করমেলা, বৃক্ষরোপন কর্মসূচী, গণবিবাহসহ অন্যান্য অনুষ্ঠান ও কর্মসূচী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিম উদ্দিনের মতো মহান ব্যক্তিদের উপর যে দিবসগুলো রয়েছে সেগুলো হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে পালন করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, খালেদা জুয়েল, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামূল ওয়াদুদ, জাহান আরা আফছর, তাহমিনা বেগম গিনি, আলাউদ্দিন আহমেদ, বাদল রায়, মোঃ আবুল ফজল, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, শাহ আলম চৌধুরী মিন্টু, তোফাজ্জল সোহেল, অমিতাংশু দাস টুটুল, এডঃ বিজন বিহারী দাস, অপু চৌধুরী, সিদ্দিকী হারুন, ইয়াছিন খাঁ, অলক কুমার চন্দ, স্বরবিন্দু দাস, মোঃ আনন্দ খানসহ অন্যান্যরা।