Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ পৌরসভায় অবৈধ টমটম আটক অভিযান শুরু

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অবৈধ টমটম আটক অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত অর্ধশতাধিক টমটমকে আটক করা হয়েছে এবং সেই সাথে জরিমানা করা হচ্ছে। তবে বৈধ টমটমকেও জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া জরিমানার টাকা অধিক রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন টমটম মালিকরা।
জানা যায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জকে যানজটমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ অভিযান শুরু করে অবৈধ টমটমের বিরুদ্ধে। ফলে গত কয়েকদিন ধরে টমটম ধরতে অভিযান চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বিকাল পর্যন্ত প্রায় অর্ধশতাধিক টমটমকে আটক করা হয় এবং তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে হবিগঞ্জ শহরের টমটম মালিক দুলাল মিয়া জানান, তার একটি টমটম হবিগঞ্জ পৌরসভার নম্বর প্লেইট নং-৬৪৪ গতকাল যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গিয়েছিল। এ সময় জগতপুর পয়েন্ট থেকে তার টমটমটি আটক করা হয় এবং তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার টমটমটি হবিগঞ্জ পৌরসভায় চলাচল করে। গতকাল যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গিয়েছিল। তার মতে, হবিগঞ্জ পৌরসভার অনুমোদন পাওয়া টমটম শায়েস্তাগঞ্জ পৌরসভা আটকাতে পারলে শায়েস্তাগঞ্জ পৌরসভার অনেক গাড়ি হবিগঞ্জ আসে। এক্ষেত্রে জরিমানার বিধান কি তা নিয়ে প্রশ্ন তোলেছেন ভুক্তভোগীরা।