Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোই শেখ হাসিনার লক্ষ্য-ডাঃ মুশফিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের প্রায় ৪৭০ জন কৃষকের জমি ও ধানসহ, খরকুটা এবং ৫ হাজার ফুট রাস্তা তলিয়ে গেছে। এসব হাওর অঞ্চলে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে আলোচনায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যাপ্ত চাল ও টাকা পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মানুষকে ১০ টাকা কেজি করে চাল দিয়ে তিনি চাচ্ছেন তার দেশের মানুষ যেন কোণ প্রকার অভাব অনটনে না পরে সে দিকে লক্ষ্য রাখতে। সরকারের এই সাহায্য থেকে যেন কোন ক্ষতিগ্রস্থ কৃষক বঞ্চিত না হয় সে দিকে দৃষ্টি রাখতে এবং যেসব এলাকায় ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, কালবার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষতিগ্রস্থ হয়েছে তার তালিকা দেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৮নং ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, ইউপি সদস্য আসাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ চৌধুরী, জেলা পরিষদের (সি,এ) মোঃ রিমন সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ নেতৃবৃন্দ এবং এলাকার মুরুব্বীয়ানগণ।