Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলার উম্মুক্ত বাজেট ঘোষনা

মাধবপুর প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বেশী গুরুত্ব দিয়ে মাধবপুর উপজেলার ৭ কোটি ৪৩ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এ বাজেট ঘোষনা করেন। বাজেট পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী, পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুল ইসলাম, প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ অলিদ মিয়া প্রমূখ। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন তহবিল ২ কোটি ৬০ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫০ লাখ ১৩ হাজার টাকা।