Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ॥ আটক ৬ ॥ থানা ঘেরাও এর চেষ্টা ॥ পুলিশের ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় দু’দফায় পুলিশ ৬ জনকে আটক করেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিক্ষুব্ধ শ’ শ’ জনতা বাহুবল থানা ঘেরাও-এর চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাহুবল সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজমুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাচনের আচরণ বিধিতে প্রচার মিছিল নিষিদ্ধ থাকলেও বাহুবলের হাট-বাজার, গ্রাম-গঞ্জে মিছিল চলছে। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খলিলুর রহমান-এর ঘোড়া প্রতীকের পক্ষে জনতা এসব মিছিল করছে। গত ক’দিন ধরেই এ অবস্থা চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং পরিদর্শন শেষে ফেরার পথে বাহুবল বাজারে মিছিলের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজমুল হোসেনসহ অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জনতাকে শান্ত করতে চাইলে বেড়ে যায় শ্লোগানের বেগ। এ অবস্থায় উপজেলা নির্বহিী কর্মকর্তা নিজেই এক মিছিলকারীকে আটক করেন। পরে জনতা বিক্ষুব্ধ হয়ে পড়লে তিনি ওই মিছিলকারীকে ছেড়ে দেন। পরবর্তীতে প্রশাসন মাইকিং করে মিছিল না করার নির্দেশনা প্রচার করে। এতে কিছু সময়ের জন্য বাহুবল বাজারে মিছিল বন্ধ হলেও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে স্বতঃস্ফূর্ত মিছিল চলতে থাকে। এ ব্যাপারে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে স্থানীয় গোসাই বাজারে জনতা মিছিল বের করে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩ মিছিলকারীকে গ্রেফতার করে। তারা হলো- অলুয়া গ্রামের ইয়াজ উল্লার পুত্র বেনু মিয়া (১৯), একই গ্রামের আব্দুল হকের পুত্র সাইফুল (১৪) ও শংকরপুর গ্রামের ছিদ্দেক আলীর পুত্র আবেদ আলী (৩৫)। পরবর্তীতে বাহুবল বাজার মিছিল ও থানা ঘেরাওয়ের চেষ্টা কালে পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলকারীদের ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আরো ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো- গোহারুয়া গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া (১৮), সুতিন লালটিলার আলাউদ্দিনের পুত্র নাছির উদ্দিন (২১) ও সাতপাড়িয়া গ্রামের এখলাছ মিয়ার পুত্র ফয়সল (২০)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম জানান, বাহুবল বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।
উল্লেখ্য, সৈয়দ খলিলুর রহমান ইতোপূর্বে উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। হবিগঞ্জ জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান এবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণায় নামেন। গত ক’দিন ধরে স্থানীয় লোকজন ‘ঘোড়া’ ‘ঘোড়া’ বলে শ্লোগান দিতে থাকে। এ শ্লোগান ক্রমেই ছড়িয়ে পড়ে সর্বত্র। গত ২/৩ দিন ধরে এ শ্লোগান ক্রমেই বেসামাল হয়ে পড়েছে।