Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সড়কে আহত জুয়েল বারডেম হাসপাতালে জীবন-মরণ সন্ধিক্ষণে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ পুরান মুন্সেফীর জেমস হাউজের অন্যতম স্বত্ত্বাধিকারী সামসুদ্দিন আহমেদ জুয়েল গত ১৮ এপ্রিল পূর্বাহ্নে বাানিয়াচং যাওয়ার পথে ভাটিপাড়া ব্রীজ সংলগ্ন সিএনজি-মেক্সির মুখামুখী সংঘর্ষে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে ডান পা সম্পূর্ণ কেটে ফেলা হয় ও বাম পা প্লাষ্টার করে আইসিইউতে রেখে দেয়া হয়। গত ১৮ মে আইসিইউ থেকে জুয়েলকে বারডেম হাসপাতালের ১৫২৬নং কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ খবরে গতকাল হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন হাসপাতালের কেবিনে দেখতে যান। দেখেই জুয়েল চিনতে পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে অশ্র“ বিসর্জন করতে থাকে আর ক্ষীণ কন্ঠে মাফ চেয়েছে। সেখানে উপস্থিত স্ত্রী আমেনা খাতুন পলি, দু’মেয়ে, সৌদি থেকে আসা বড় ভাই আলহাজ্ব হাফেজ মৌলানা আশরাফ উদ্দিন সুনু, মেজভাই মহিউদ্দিন কুটি, ছোট ভাই রওশন রেজা এ্যাম্পায়ার এর পরিচালক ও ডেভেলাপার জামাল উদ্দিন ও আবেগাপ্লুত হয়ে নয়নাশ্র“ গড়াচ্ছিল এবং তারা হবিগঞ্জবাসীকে দোয়ার জন্য অনুরোধ করেছেন। উল্লেখ্য, বারডেম হাসপাতালে জীবনমরণ সন্ধিক্ষণে জুয়েল (৫২) বানিয়াচং শরীফখানীর বাসিন্দা ও হবিগঞ্জ পুরান বাজারের বিওসি খ্যাত মঞ্জিল এন্ড কোং এর প্রতিষ্ঠাতা মরহুম হাজী মনজিল মিয়ার ৩য় পূত্র।