Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর, লাখাই, আজমিরীগঞ্জ নবীগঞ্জ উপজেলা নির্বাচন ২৩ মার্চ

এক্সপ্রেস ডেস্ক ॥ ২৩ মার্চ হবিগঞ্জ নবীগঞ্জ লাখাই আজমিরীগঞ্জ উপজেলাসহ ৯২ টি উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ঘোষিত তফসিল আনুযায়ী এসব উপজেলায় ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত মনোনয়নপত্র তোলা ও জমা দেয়া যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্র“য়ারি। প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ৬ মার্চ। ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে বৃহস্পতিবার করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৫ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। এই কারণে তাদের পক্ষ থেকে ২৫ মার্চে চতুর্থ ধাপের ভোটগ্রহণে আপত্তি জানালে কমিশনের নির্বাচনী ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা ২৩ মার্চ ভোটের দিন প্রস্তাব করে কমিশনের অনুমতির জন্য নথি উত্থাপন করেছে। চতুর্থ ধাপে নির্বাচনের ৯২ উপজেলার মধ্যে হবিগঞ্জ জেলার লাখাই, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলা রয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে উপজেলা নির্বাচনে ৩ ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে হবিগঞ্জ জেলা বাহুবল ও মাধবপুর উপজেলা সহ ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ১৯ ফেব্র“য়ারী। দ্বিতীয় দফায় হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলাসহ ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৭ ফেব্র“য়ারি। চতুর্থ ধাপের তফসিল গতকাল ঘোষণা করা হয়েছে। এতে হবিগঞ্জ জেলার লাখাই, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলা সহ ৮৩টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৫ মার্চ।