Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ বার লাইব্রেরীর ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বার লাইব্রেরী ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। হবিগঞ্জ আইনজীবী সমিতির ২০১৬-১৭ সনের কমিটির সভাপতি এডঃ আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়ার আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ বরাদ্ধ করে। গত ১৪মে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। আইনজীবী সমিতির ভবন নির্মিত হলে জেলার ৫শ আইনজীবীর চেম্বার সংকটের সমাধান হবে। অর্থবরাদ্ধের জন্য সমিতির সভাপতি আব্দুল মোছাব্বির, সাধারণ সম্পাদক মোঃ জমসেদ মিয়া, সাবেক সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান, সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হবিগঞ্জ বার লাইব্রেরী ভবনের নির্মাণ প্ল্যান উপস্থাপন করে বলেন, বৃটিশ আমলে নির্মিত জীর্ণশীর্ণ ভবনে আইনজীবীদের বসার সংকুলান হচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মানে আর্থিক অনুদানের জন্য তখন আশ্বাস দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে জেলা আইনজীবী ভবন নির্মাণে এ অর্থ বরাদ্ধ দেয়া হল।