Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালনী গ্রামে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। আহতরা জানান, ওই গ্রামের এলাচ মিয়ার সাথে তৈয়ব আলীর খাস জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন ওই জমিটি দখল করতে যায়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় এলাচ মিয়া (৫৫), তৈয়ব আলী (৪৫), মাহমুদ হোসেন (২০), শিবলু মিয়া (৭০), ফুল মিয়া (৬০), আরব আলী (৬০), সানু মিয়া (৫৫), রমিজ আলী (২২), তাউজ মিয়া (৩০), হাশিম (৪৫), খালেক (৬০), রুবিনা (৩০), আওয়াল (৩৮), সাইফুল (৬৫), নুর মাখন বিবি (২৫), আছিয়া (২৫) ও মনি বেগম (১৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) মোঃ মানিকুল ইসলাম জানান, এখনো কোন মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।