Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিআরটি এর ক্যাম্পেইনে এমপি আবু জাহির ॥ ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা রোধকরা সম্ভব

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সড়ক-মহাসড়ক গুলোতে দূর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক আইন না মেনে চলা। ট্রাফিক সিগন্যাল অমান্যকরে দ্রুতিগতিতে গাড়ী চালনা, বাকে অভার টেকিং, প্রতিযোগিতা করে গাড়ী চালনাসহ একাধিক কারনে দুর্ঘনা দিন দিন বেড়েই চলেছে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফিক মেনে চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা রোধ করা সম্ভব। তাই তিনি ট্রাফিক মেনে চলতে সকলে প্রতি আহ্বান জানান। তিনি গতকাল সকালে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেন, পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএর সহকারি পরিচালক মোঃ আবু নাঈম। উক্ত অনুষ্ঠানে পরিবহণ শ্রমিক ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে কালেক্টরেট ভবনের সামনে থেকে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে ট্রাফিক সিগন্যালসহ সড়ক পারাপারে যাবতীয় নিয়ম কানুন মেনে চলার তাগিদ দেন।