Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘুড়ি ও পিঠা দিবস পালিত

আব্দুল হালীম ॥ ঘুড়ি ও পিঠা উৎসব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে বসন্তবরণ উদযাপিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক শিশু-কিশোর ও যুবক-যুবতীরা এ ঘুড়ি উৎসবে যোগ দেয়। এছাড়া পিঠা উৎসব, গালে আলপনা আকা, চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি পাশ করে ব্যাচ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিউল আলম, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফার আহমেদ, স্টাফ কোয়ার্টার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম, ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সভাপতি ইফতেখার ফাগুন। এ সময় ২০০৬ নামের সংগঠনের সহ সাধারণ সম্পাদক খায়রুল আলম শুভ বলেন, ঘুড়ি ও পিঠা বিক্রিকৃত ১০ হাজার টাকা সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য ব্যবহার করা হবে।