Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের খোয়াই নদীর পাকুরিয়া মৌজার অংশ থেকে হাইকোর্ট রিটপিটিশনে বালু উত্তোলন স্থগিত থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। হাইকোর্টের রায় অমান্য করে প্রতিদিনই অবৈধভাবে বালু উত্তোলন করছে দুবৃত্তরা। জানা যায়, ১৪২৩ বাংলা পর্যন্ত খোয়াই নদীর পাকুরিয়া অংশ থেকে বিপুল পাল নামে এক ব্যবসায়ী বাল উত্তোলন করে আসছেন। পরবর্তী তিনি হাইকোর্টে একটি রিটপিটিশন দায়ের করেন। রিটপিটি ৫৬৭০। রিটে বিপুল পালকে হাইকোর্ট ৬০ দিনের জন্য বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়।
ওই রায়ের বিপক্ষে নুরুল হক নামে এক বালু ব্যবসায়ী হাইকোর্টের রিটের বিরুদ্ধে স্থগিত আবেদন করেন। লিভ টু আপিলে ৬০ দিনের জন্য বালু উত্তোলন পূনরায় স্থগিত করেন হাইকোর্ট। পরে হাইকোর্ট আগামী ২২ মে ২০১৭ উক্ত স্থগিতাদেশ রায়ের দিন ধার্য্য হয়।
এদিকে রিটে বালু উত্তোলন স্থগিত থাকা সত্ত্বে নুরুল হক খোয়াই নদীর পাকুরিয়া অংশ থেকে বালু উত্তোলন করে আসছেন।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আইন অমান্য করে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব আয়।