Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অসহায় দরিদ্র ছাত্রীদের মধ্যে হিরণ হামিদা এডুকেশন ট্রাষ্টের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ অসহায়, দরিদ্র ১১জন ছাত্রীকে ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে হিরণ হামিদা এডুকেশন ট্রাষ্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজনগর প্রাইমারী স্কুলে তাদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আফছার -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মোঃ কবির হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, ন্যাশনাল ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখিল চন্দ্র দাস, কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালিব মমরাজ, সহ সভাপতি হারুন অর রশিদ, পৌর কাউন্সিলার আব্দুল আউয়াল মজনু, মহিলা কাউন্সিলার সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আলা উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের ফাউন্ডার সদস্য চৌধুরী তৌহিদ সাম্ছ সুমন, শারমিন হক চৌধুরী লিমা, আবু তাহের প্রমূখ। উল্লেখ্য, এর আগেও গত বছর ২০১৩ইং সালে হিরণ হামিদা এডুকেশন ট্রাষ্ট ১০জন অসহায় দরিদ্র ছাত্রীদের মধ্যে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জি কে গউছ হিরণ হামিদা এডুকেশন ট্রাষ্টকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন এবং প্রাথমিক শিক্ষা থেকে যেন রাজনগর এলাকার কোন অসহায় ছাত্রীরা বঞ্চিত না হয় সেজন্য তাদের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখার আহবান জানান।