Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের বিশিষ্ঠ ঠিকাদার জিয়া উদ্দিন খান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ঠ ঠিকাদার আলহাজ্ব জিয়া উদ্দিন খান (জিতু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত ১৫ মে দিবাগত রাত ১টায় হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী আবাসিক এলাকায় নিজ বাসভবন মাহমুদা ভিলায় শ্বাস কষ্ঠ দেখা দিলে তাৎক্ষনিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় রাত ১.৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ শহরস্থ সওদাগর জামে মসজিদে ও বাদ জোহর বানিয়াচং খাগশ্রী (পাইকপাড়া) জামে মসজিদ প্রাঙ্গনে ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ৬ ভাই, ১ বোন, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব জিয়া উদ্দিন খান এর ছোট ভাই হবিগঞ্জ জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী জয়নাল উদ্দিন খান। হবিগঞ্জের বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জিয়া উদ্দিন খান জিতুর আকষ্মিক মৃত্যুতে হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।