Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের সাবেক কাউন্সিলর হাজী ছিদ্দিক মিয়ার ইন্তেকাল

মাধবপুর প্রতিনিধি ॥ বিলুপ্ত মাধবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ছিদ্দিক মিয়া বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অসুস্থ্যজনিত কারনে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিলিল্লাহী…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমসহ এলাকার শত শত নারী-পুরুষ তার বাড়ীতে ছুটে আসেন।
জেলা বিএনপির সভাপতি ও সহ-সভাপতি শোক
পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ছিদ্দিক মিয়ার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মাধবপুরে বিএনপি নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
বিলুপ্ত মাধবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ছিদ্দিক মিয়ার মৃত্যুতে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী ওমর আলী মাষ্টার, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন, সাধারন সম্পাদক সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলী, সাবেক ছাত্রদল সভাপতি হাজী মাসুকুর রহমান, আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সহ-সভাপতি শফিক খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক আল মামুন, জসিম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ সোহেল, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।