Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিজের কর্মেই মানুষ অমর হয়ে থাকবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মুক্তার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২০০৬ ব্যাচের শিক্ষার্থী হাফেজ শাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহমদ। সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে ও ২০০৬ ব্যাচের শিক্ষার্থী মহিবুর রহমান চৌধুরী তছনু এবং সাংবাদিক এম মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা দেবনাথ, কবি কাজী হাসান আলী।
এতে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মিঠু, বাদশা মিয়া, কেন্দ্রীয় তালামীজ নেতা আব্দুল মুহিত রাসেল, ইউপি সদস্য আব্দুল সুবহান, বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন, মোহাম্মদ আজহারুল ইসলাম মল্লিক, মোঃ হাবিবুর রহমান, মোঃ মছদ্দর আলী, সমির কৃষ্ণ দাস, শিক্ষিকা সৈয়দা মাহজাবিন আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলাল মিয়া, জামাল মিয়া, লুৎফুর রহমান, রুফু মিয়া, সেলিম আহমেদ, শাহ্ জুবেল, বিজয় সূত্রধর, জতিন্দ্র চন্দ্র সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, গুনীজনেরা তাদের কর্মেই মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নেয়। অমর হতে চাইলে সব মানুষের মাঝে সৎ কর্মের প্রতীক হতে হবে। কথায় এবং কাজে সবার জন্য উদার ও বিনয়ী হতে হবে। নিজের কর্মেই মানুষ অমর হয়ে থাকে। উদাহারন স্বরূপ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মুক্তার হোসেন। আজ তিনি তার সৎ কর্মের ফল পেয়েছেন উক্ত বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের নিকট হতে। আমিও ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের এই ভাল উদ্দোগকে সাধুবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।