Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদে বড় ভাইয়ের মৃত্যু

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাওঃ মহিবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি গতকাল সোমবার বিকাল ৫টায় পুকুরে গোসল শেষে ঘরে ফেরার পথে মৃত্যুবরন করেন। ওই তার বাড়ি উপজেলার প্রজাতপুর গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। এদিকে ছোট ভাই কাজী মহিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে পাশের বাড়িতে শয্যাগত ক্যান্সার আক্রান্ত বড় ভাই হাজী আকল মিয়া (৬২) জ্ঞান শুন্য হয়ে পড়েন। এক পর্যায়ে রাত ৯ টার দিকে তিনিও মারা যান। একই দিন ভিন্ন সময়ে আপন দু’ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রজাতপুর গ্রামসহ আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ ভীড় করেন। এ সময় এক হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রজাতপুর গ্রামের ঈদগাহ মাঠে দু’ সহোদরের জানাযার নামাজ একত্রে অনুষ্টিত হবে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠছে।
অপর দিকে কাজী মাওঃ মহিবুর রহমান ও তার বড় ভাই হাজী আকল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃবিতে জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকজ্ঞাপনকারীরা হলেন-উপাধ্যক্ষ কাজী মাওঃ আতাউর রহমান, কাজী মাওঃ মহিউদ্দিন নূরী, কাজী মাওঃ নজমুল হোসেন, কাজী মাওঃ আবদুল করিম, কাজী মাওঃ আবুল খায়ের সানু, কাজী মাওঃ জসিম উদ্দিন খান চৌধুরী, কাজী মাওঃ এম এ হাসান আলী, কাজী মাওঃ গোলজার আহমেদ, কাজী মাওঃ লতিফুর রহমান নাজমুল, কাজী মাওঃ মুফতি ফজলুর রহমান, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, সুপার কাজী মাওঃ মহিউদ্দিন, কাজী মাওঃ কমর উদ্দিন, কাজী মাওঃ আবদুল হক, কাজী মাওঃ আবদুল কাইয়ূম, কাজী মাওঃ আঞ্চব আলী প্রমূখ।