Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের তকবাজখানী ও মিনাট গ্রামের সংঘর্ষের ঘটনা সালিশে নিষ্পত্তি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের আলোচিত তকবাজখানী ও মিনাট গ্রামের সংঘর্ষের ঘটনা সালিশে নিষ্পত্তি করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে নিহতের পরিবারকে দেয়া হবে ১৪ লাখ ৫০ হাজার টাকা। সালিশ পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট কমিটি। গতকাল বানিয়াচং আইডিয়েল কলেজে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্বে করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। বানিয়াচঙ্গের বিশিষ্ট শালিসিয়ানদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত এ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, বিশিষ্ট আলেম মাওঃ আব্দুল বাছিত আজাদ, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মাওঃ আতাউর রহমান, আলহাজ্ব ফরিদ উদ্দিনসহ বানিয়াচঙ্গের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। উভয় পক্ষের শুনানী শেষে শালিসিয়ানদের পক্ষ থেকে বোর্ড ঘটন করা হয়।
বোর্ডের সকল সদস্যের সম্মতিতে সালিশ বৈঠকের সভাপতি এডঃ আব্দুল মজিদ খান এমপি বোর্ডের রায় প্রদান করেন। রায়ে বলা হয় সংঘর্ষে নিহত আক্তার এর পরিবারকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে। এ টাকা থেকে মৃত আক্তার এর মা কে দেয়া হবে ২ লাখ টাকা অবশিষ্ট টাকা নিহত আক্তারের পরিবারকে দেয়া হবে। এছাড়া উভয়পক্ষ নিজ খরচে তাদের মামলা উঠানোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে মর্মেও রায়ে বলা হয়। এছাড়াও উভয়পক্ষের সর্দার ও মুরুব্বীয়ান এ ভয়াবহ সংঘর্ষের জন্য পঞ্চায়েতের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে অঙ্গিকারাবদ্ধ হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে ক্ষতিপূরনের টাকা সভাপতির কাছে দেয়ার নির্দেশ প্রদান করা হয়। তাছাড়া উপরোক্ত বিষয়াদি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়গুলো তদারকি করা জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, ১নং ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া।
উল্লেখ্য, তকবাজখানী ও মিনাট গ্রামের লোকজনের মধ্যে ফটুবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে শতাধিক আহতসহ ১ জন নিহত হয়েছিল। পরবর্তী এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা দায়ের করেন।