Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বজ্রপাতের আঘাতে ৩ জনের মৃত্যু

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় বজ্রপাতের আঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ মে বৃহস্পতিবার সকালে বানিয়াচঙ্গের হাওরে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বানিয়াচঙ্গের হাওরে কাজ করার সময় কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের নিধু মিয়ার ছেলে মধু মিয়া (৩৫), ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামের আব্দুল বছির এর ছেলে আনহার (১৬) এবং ৯নং পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে কিম্মত আলী (৪০) বজ্রপাতের আঘাতে মারা যান। একই সময়ে বজ্রপাতের আঘাতে আহত হন ৭নং বড়ইউড়ি গ্রামের ওয়ালেদুর রহমান। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতাবস্থায় ওয়ালেদুর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে বানিয়াচং থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেন।