Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ক্রিকেট জুয়ার মহোৎসব টাকা জোগাড় করতে চুরিচামারি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জুড়ে চলছে ক্রিকেট খেলা নিয়ে জুয়া। শহর থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও জুয়া চলছে। শিশু, কিশোর, যুবকসহ অনেক বৃদ্ধও জড়িয়ে পড়েছে এই জুয়ায়। আর জুয়ার টাকা জোগাড় করতে উঠতি বয়সের অনেকেই ভিন্নপন্থা অবলম্বন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার সদরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন দোকানে দিবারাত্রি ক্রিকেট খেলার নামে চলছে সর্বনাশা এ জুয়া খেলা। পৌর এলাকার বানিয়াচং সড়কে পিরিজিপুর এলাকায় একটি ষ্টেশনারী দোকানে দিনরাত কেরাম বোর্ড দিয়ে জুয়া খেলার পাশাপাশি ক্রিকেট খেলার নামে চলছে জুয়া। ওই দোকানে সন্ধ্যা হলে জুয়া খেলার হিড়িক পড়ে। দোকানের সামনে বসা থাকে ৪০-৫০ জন করে। এদের অধিকাংশই রিক্সা চালক, দিন মজুর ও যুব সমাজ। জুয়ার অংক এক’শ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চলে। জুয়া খেলার ধরণ প্রতি বল, ওভার ও ম্যাচে চলে বাজি। এ বাজিকরদের অধিকাংশ নেহাত দরিদ্র খেটে খাওয়া মানুষ। যে জিতবে তার ঘরে যাবে বাহারী বাজার-সদাই। আর যে হারবে তার পরিবার পরের দিন উপোস। এ নিয়ে সংসারে লেগে আছে নানা অশান্তি। এতে দোকান মালিকের কোন লোকসান নেই। তিনি এই সুযোগে দোকানে মাল বিক্রি করে অতিরিক্ত মুনাফার পাশাপাশি খেলার বাজি প্রতি টাকা নিচ্ছেন।
স্থানীয় লোকজন জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টা বাজলে জুয়া খেলা দেখতে চলে যায় পাড়ার ওই ষ্টেশনারী দোকানে। আইপিএল জুয়ার কথা জিজ্ঞেস করা মাত্রই তারা বলেন এই খেলায় কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ হচ্ছে। জুয়া নামক ক্যান্সার যদি কোমলমতি শিশুদের গ্রাস করে তাহলে সুষ্ঠু সমাজের হাল ধরবে কে? জুয়ার নেশায় ছোটখাটো চুরি ও অপরাধের সাথে জড়িয়ে পড়ছে ওই সব আইপিএল জুয়ারীরা।
সংশ্লিষ্টরা জানান, গত দুই বছর যাবৎ আইপি টি-২০ খেলা নিয়ে এ জুয়া খেলা শুরু হয়েছে। বর্তমানে উপজেলা জুড়ে এ জুয়া মারাত্মকভাবে বেড়ে গেছে। সচেতন ও সুশীল সমাজ জানিয়েছেন, প্রশাসন এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করলে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হবে।