Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে ক্ষতবিক্ষত দোকান ও বাসায় হামলা-ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় স্কুল ছাত্রীর পিতা-চাচাসহ হামলাকারী কয়েক যুবক আহত হয়েছে। এ সময় স্কুল ছাত্রী পিতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় হামলা ও ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্র্শী ও আহত জানায়, পিটিআই সড়কের বাসিন্দা ডাঃ এস এম সরোয়ারের কন্যা বিকেজিসি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো বাণিজ্যিক এলাকার আমিনুল ভূইয়ার পুত্র শুভ আহমেদ ও উমেদনগর গ্রামের মধু মিয়ার পুত্র সাব্বির আহমেদ। গতকাল বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার জন্য সকাল প্রায় ১০ টার দিকে বাসা থেকে বের হয়। সে রিক্সায় উঠার পর পরই শুভ তার রিক্সার গতিরোধ করে। বিষয়টি ওই ছাত্রী তার চাচা মাহবুবুল আলম মান্নাকে জানায়। মান্না বিষয়টি জিজ্ঞেস করার জন্য বাণিজ্যিক এলাকায় শুভ এর বাসায় যায়। ওই বাসা থেকে বের হয়ে রাস্তায় আসা মাত্র ১০/১৫ যুবক তার উপর হামলা চালায়। এ সময় মান্নাও আত্মরক্ষার্থে হামলাকারীদের নিকট থেকে একটি ছোড়া কেড়ে নিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা চালায়। এতে মান্না, সাব্বির সহ ৪/৫ জন গুরুতর আহত হয়। মান্না ও সাব্বিরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নার মাথায় ১৮/২০টি সেলাই দেয়া হয়েছে।
এদিকে বাণিজ্যিক এলাকার হামলার ঘটনার পর শ্মশানঘাট এলাকার ওই ছাত্রীর পিতা এস এম সরোয়ারের মালিকানাধিন গণস্বাস্থ্য হোমিও চেম্বার ও পিটিআই রোডের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্টান পরিদর্শণ করেছেন ব্যকস সভাপতি শামছুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর। তারা ব্যবসা প্রতিষ্টানে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, বখাটেদের ধরতে অভিযান চলছে।