Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদ সদস্য আছাবকে হত্যার হুমকি ॥ এলাকায় উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন আছাব কে গতকাল মঙ্গলবার রাতে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি দিয়েছে কতিপয় ব্যক্তি। এ ব্যাপারে রাতেই নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
জানা যায়, গত ৬ মে নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে শেরপুর অর্থনৈতিক জোনে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে পারকুল ও পাহাড়পুর গ্রামের কাছে বালু ভর্তি একটি নৌকা, একটি বলগ্রেড মেশিন ও একটি খালি নৌকা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার আটক করেন। আটককৃত নৌকা, বালু ও মেশিন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন আছাব এর জিম্মায় রাখা হয়। একটি চক্র আটক নৌকা ও মেশিন ছেড়ে দেবার জন্য আছাবকে হুমকি দিয়ে আসছিলো। গতকাল রাত ১১ টার দিকে ০১৭৪৪৮৪৭৪১২ মোবাইল থেকে হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন আছাব এর ০১৭১৮৩৪৩১৫০ মোবাইলে ফোন দিয়ে নিজেকে রাসেল পরিচয় দিয়ে জিম্মায় থাকা নৌকা ও মেশিন ছেড়ে দিতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় অশ্লীলভাষায় গালমন্দ করে প্রানে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়টি নিয়ে শেরপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন আছাব জানান, আমার জিম্মায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার নৌকা, বালু ও গ্রেড মেশিন আমার জিম্মায় রেখে যাবার পর থেকে বিভিন্ন রকম হুমকি আসছে। তিনি বলেন, যারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা আবার হুমকি দেয় এদের খুঁটির জোর কোথায় খুঁজে দেখতে হবে।
এব্যাপারে ইউএনও তাজিনা সারোয়ার বলেন, আটককৃত নৌকা ও বালুর জিম্মাদারকে হুমকি দিলে সেটা খতিয়ে দেখা হবে।