Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের প্রাইভেট ও কোচিং বাণিজ্য করার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নে অবস্থিত হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয় ও হরিধরপুরে শিক্ষককের প্রাইভেট ও কোচিং বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেরা প্রশাসকের নিকট অভিযোগ দেয়া হয়েছে
অভিযোগে বলা হয়, হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়টি ২০০৬ সনে প্রতিষ্টা করা হয়। বর্তমানে ওই স্কুলে ১ হাজার শিক্ষার্থী ও ১২ শিক্ষক রয়েছেন। ওই স্কুলের সহকারী শিক্ষক ইংরেজী আব্দুল তাজ ও সহকারী শিক্ষক গণিত মোঃ আজগর আলী সহ কয়েকজন শিক্ষক প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তারা বিদ্যালয়ের শ্রেনিকক্ষ ও আসবাবপত্রব্যবহার করছেন। প্রধান শিক্ষকও তাদের কোচিং বাণিজ্য করতে উৎসাহিত করছেন। এতে স্কুলে স্বাভাবিক লেখাপড়া বিঘিœত হচ্ছে। যারা পাইভেট পড়েনা তদের বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকী দেয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী বিদ্যালয়ের ভূমি দাতা ও প্রতিষ্টাতা সদস্য মোঃ সাইদুর রহমান সমুজ অভিযোগে দাবী জানান।