Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান’ যথাযোগ্য মর্যাদায় উদযাাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রারম্ভেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাবিষ্ট ছিলেন আগত রবীন্দ্রপ্রেমী দর্শক।